ইউরো ফাইনাল শুরু আগামী সোমবার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। মাঠে নামবে ইতালি-ইংল্যান্ড। মঞ্চ প্রস্তুত। দু'দলের নামের সাথে ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন কে, জানতে আগ্রহী বিশ্ব।
উয়েফার তথ্যসূত্রে জানা যায়, প্রথম ডাচ রেফারি হিসেবে ইউরোর ফাইনাল পরিচালনা করে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন তিনি। ওয়েম্বলির ফাইনালে বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সী এই ডাচ রেফারি। ২০০৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে নাম লেখান কাইপার্স।
আরও পড়ুন:
শুভশ্রীকে কটাক্ষ, কী জবাব দিলেন ‘রাজ ঘরনি’!
ডিম দিয়ে বানিয়ে নিন মজাদার খাবার
বিনয়ী ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালবাসেন
উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮'র বিশ্বকাপ ফুটবল এবং ২০১২ ও ২০১৬ ইউরো কাপেও বিয়র্ন ম্যাচ পরিচালনা করেছেন।
news24bd.tv রিমু