ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ, ফের রণক্ষেত্র ফিলিস্তিনের পশ্চিম তীর

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ, ফের রণক্ষেত্র ফিলিস্তিনের পশ্চিম তীর

অনলাইন ডেস্ক

আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যসূত্রে জানা যায়, শুক্রবার ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। তেল আবিব নতুন নতুন কৌশল হাতে নিচ্ছে ফিলিস্তিনিদের দমন করতে। তারই অংশ হিসেবে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ল ইসরায়েলি বাহিনী।

 

ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের প্রতিবাদে পশ্চিম তীরের বেইতা গ্রামে মিছিল বের করেন ফিলিস্তিনিরা। এক পর্যায়ে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এতে ঢিল ছুড়ে ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে আন্দোলনরীরা। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোনের সাহায্যে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী।

এতে আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি।  

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের ওই নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।

  আরও পড়ুন:


ইউরো ফাইনালে রেফারি হয়ে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন যিনি!

শুভশ্রীকে কটাক্ষ, কী জবাব দিলেন ‘রাজ ঘরনি’!

ডিম দিয়ে বানিয়ে নিন মজাদার খাবার

বিনয়ী ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালবাসেন

জাতিসংঘের মানবাধিকার সংস্থার দূত মাইকেল লিংক জানান, "ভূমি দখল করে ইসরায়েলের একের পর এক বসতি নির্মাণ পুরোপুরি অবৈধ এবং যুদ্ধাপরাধের শামিল। তথ্য ও প্রমাণ অনুসারে, এ ধরনের কাজের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে। ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের জন্য তাদের বড় মাশুল দিতে হবে। "

উল্লেখ্য,পশ্চিম তীরে ২০১৩ সালে এক ইহুদি নিহত হওয়ার পর অসংখ্য ইসরায়েলি সেখানে অবৈধ বসতি গড়ে তোলেন।  

news24bd.tv রিমু