যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের ৪৭তম ফাইনাল অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরিওর মারকানা স্টেডিয়ামে।

এ পর্যন্ত ১১১ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ব্রাজিল-আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে আলবেসিলেস্তেদের থেকে এগিয়ে সেলেকাওরা।

এ পর্যন্ত ৪৬ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলিয়ানরা। আর্জেন্টাইনদের জয় ৪০টিতে। বাকি ২৫ ম্যাচ ড্র হয়েছে।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রীতি ম্যাচের প্রথমবারের মতো মাঠে নেমেছিল দলদুটি।

ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় জয়টা আকাশী-সাদাদের পক্ষে। ১৯৪০ সালে ৬-১ গোলের ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টিনা। ১৯৪৫ সালে ৬-২ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। যা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়।


আরও পড়ুনঃ

আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যা বললেন বাইডেন

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের দিন ব্রাহ্মণবাড়িয়ার মাঠে থাকবে পুলিশ

বহু প্রেম করেছি, তবে মা-বাবার পছন্দেই বিয়ে করবো: তাপসী

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বুবলির ফুটবল দর্শন


হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।

news24bd.tv / নকিব