ইরানে রেল ওয়েবসাইট হ্যাক করে খোমেনিকে নিয়ে হ্যাকারদের রসিকতা!

ইরানে রেল ওয়েবসাইট হ্যাক করে খোমেনিকে নিয়ে হ্যাকারদের রসিকতা!

অনলাইন ডেস্ক

ইরানের রেল ওয়েবসাইট হ্যাক করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর তারা ওয়েবসাইটে ট্রেনের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। এমনকি এক পর্যায়ে হেল্পলাইন নাম্বারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির অফিসের ফোন নাম্বার দিয়ে দেয়া হয়! গতকাল স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) এই ঘটনা ঘটে।

হ্যাকাররা কী উদ্দেশ্যে এটি করেছে তা জানা যায় নি।

এমনকি কোন গ্রুপ এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করে নি।

ইলেকট্রিক ট্রেনগুলো এসময় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানায় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সী।

তবে কিছুক্ষণ পরেই তারা এই তথ্য সরিয়ে ফেলে ও দেশটির রেলওয়ের একজন কর্মকর্তা সাদেঘ সেকরির বরাত দিয়ে জানায়, এই ঘটনায় রেল যোগাযোগে কোন বিঘ্ন ঘটে নি।

এর আগে ২০১৯ সালে দেশটির রেল কোম্পানির কম্পিউটার সার্ভারে গোলযোগে বেশ কয়েকটি ট্রেনের সূচী ওলটপালট হয়ে যায়।


আরও পড়ুনঃ

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

কোরবানির হাট মাতাবেন সাতক্ষীরার ‘নবাব’

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার


ওই বছরেরই ডিসেম্বরে ইরানের টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, ঘটনাটি হ্যাকারদের সাইবার অ্যাটাকের ফলে সৃষ্ট। তবে এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য জানায় নি তারা।

সুত্রঃ আরব নিউজ

news24bd.tv / নকিব