চট্টগ্রামে তিনটি স্থায়ীসহ গরুর হাট বসবে মোট ৬টি

চট্টগ্রামে তিনটি স্থায়ীসহ গরুর হাট বসবে মোট ৬টি

অনলাইন ডেস্ক

করোনাঝুঁকি মাথায় রেখে আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রাম নগরীতে তিনটি স্থায়ী পশুর হাটসহ পশুর হাটের সংখ্যা ৬টিতে সীমাবদ্ধ করার পরিকল্পনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। স্বাস্থ্যবিধি মানার শর্তে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার শর্তে স্থায়ী তিনটি হাটসহ মোট ৬টি হাট চট্টগ্রামে বসার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য বছর কোরবানিতে পরিবারের অনেক সদস্য মিলে হাটে যাওয়ার রেওয়াজ থাকলেও এবার আমরা শুধু পরিবারের একজনকে হাটের যাওয়ার জন্য উৎসাহিত করছি।

এ ছাড়া হাটে জনসমাগম এড়াতে বাজারের এক পাশ দিয়ে প্রবেশ এবং অন্য পাশ দিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুনঃ

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার

৩০ বছর পর সীমিত পরিসরে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি


তবে হাটগুলোতে সংক্রমণ ঠেকানোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, গত কয়েক সপ্তাহ চট্টগ্রামে সংক্রমণের যে ঊর্ধ্বগতি তাতে অধিক জনসমাগম পরিস্থিতি আরও ভয়ংকর দিকে নিয়ে যাবে। এক্ষেত্রে আসন্ন কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

news24bd.tv / নকিব