অপহরণের সাজানো নাটক: অবশেষে গ্রেফতার

অপহরণের সাজানো নাটক: অবশেষে গ্রেফতার

অনলাইন ডেস্ক

এটিএম বুথ থেকে দোকান মালিকের ১২ লাখ টাকা উঠিয়ে বাড়িফেরার পথে অপহরণের নাটক সাজিয়ে নিজেই আত্মসাতের অভিযোগে সুদীপ্ত সাহা ওরফে টিংকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের দি সন্দ্বীপ জুয়েলার্সের মালিক প্রদীপ বণিক ডবলমুরিং থানায় অভিযোগ করেন- এটিএম বুথ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার দোকান কর্মচারী সুদীপ্ত সাহাকে ১২ লাখ টাকাসহ অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। পরে অপহরণকারীরা সুদীপ্তকে একটি মাইক্রোবাস দিয়ে বান্দরবান এলাকায় নামিয়ে দেয়।

কিন্তু সুদীপ্ত সাহাকে বুথ থেকে মাইক্রোবাস দিয়ে অপহরণ করা হয়েছে বলা হলেও সিসিটিভির ফুটেজে তার সত্যতা মেলেনি।

এছাড়াও ঘটনা সম্পর্কে তার বক্তব্য সন্দেহজনক হওয়ায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুদীপ্ত স্বীকার করেন, অপহরণের নাটক সাজিয়ে তিনি নিজেই টাকাগুলো আত্মসাৎ করেছেন। ঘটনা সবার কাছে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি পুরো নাটকটি সাজিয়েছেন। এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় তার বোনের বাসা থেকে ১১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার

৩০ বছর পর সীমিত পরিসরে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি

news24bd.tv/এমিজান্নাত