বরিশালে শনাক্ত কমে বাড়লো মৃত্যু

বরিশালে শনাক্ত কমে বাড়লো মৃত্যু

অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ব্যবধানে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত ৭ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ১৬ জন মারা গেছেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ শতাংশ।

আজ শনিবার  বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসকল তথ্য জানানো হয়।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৭৬ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ১৮৫ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮১ জন।

আরও পড়ুনঃ

অপহরণের সাজানো নাটক: অবশেষে গ্রেফতার

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার

৩০ বছর পর সীমিত পরিসরে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি

news24bd.tv/এমিজান্নাত