জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা,পাসের হারে রাজশাহী

জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা,পাসের রাজশাহী

জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা,পাসের হারে রাজশাহী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার পাসের হারের দিক দিয়ে টানা ষষ্ঠবারের মত সারা দেশে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা। আর জিপিএ-৫ প্রাপ্তিতে বরাবরের মতই শীর্ষ আছে ঢাকা বোর্ড।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৮৬ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭০ দশমিক ৪২ শতাংশ।

২০১৭ সালে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯০ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করে। তার আগে ২০১৬ সালে ৯৫ শতাংশ, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ, ২০১৪ সালে ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ৯৪ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে এ বোর্ডে।

এবার ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৪৮, বরিশালে ৭৭ দশমিক ১১, যশোরে ৭৬ দশমিক ৬৪ শতাংশ, চট্টগ্রামে ৭৫ দশমিক ৫০ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭৭ দশমিক ৬২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৮০ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

news24bd.tv
শিক্ষামন্ত্রী জানান, এবার ঢাকা বোর্ডে সবচেযে বেশি ৪১ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এসএসসিতে ২০০১ সালে থেকে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় শীর্ষে অবস্থান করছে।

এবার রাজশাহী বোর্ডে ১৯ হাজার ৪৯৮ জন, কুমিল্লায় ৬ হাজার ৮৬৫ জন, যশোরে ৯ হাজার ৩৯৫ জন, চট্টগ্রামে ৮ হাজার ৯৪ জন, বরিশালে ৩ হাজার ৪৬২ জন, সিলেটে ৩ হাজার ১৯১ জন এবং দিনাজপুর বোর্ডের ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডের ৩ হাজার ৩৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪ হাজার ৪১৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর