৪৮ মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জের আগুনে পুড়ে নিহত ৪৭ জনের পরিচয় মেলেনি। এদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের জন্য তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন মোট ৫২ জনের নতুন নেয়া হয়েছে।  

এই প্রক্রিয়া আগামী কয়েক দিন অব্যাহত থাকবে।

তবে পুড়ে যাওয়া মরদেগুলোর অবস্থা খুবই নাজুক হওয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় সংগ্রহে বেশ সময় লাগতে পারে বলে জানিয়েছে সিআইডি।  

তারা জানায়,  নিহত ৫২ শ্রমিকের লাশ পেতে আরও অপেক্ষা করতে হবে ২১ থেকে ৩০ দিন। পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত এইসব মরদেহ ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালসহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হবে।

আরও পড়ুনঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া, ৩টি তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল


news24bd.tv / কামরুল