৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে

৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার মাদ্রাসা বোর্ডে

৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করলেও গত বছর থেকে দেখা যায় উল্টো চিত্র। গত বছর দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাস করেছিল ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। এবার সেটি আরও কমে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮৯ শতাংশে। যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন। পরিসংখ্যান দেখা গেছে, মাদ্রাসা বোর্ডের ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন।

গত বছরের তুলনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ, গতবার যা ছিল ৭৬.২০ শতাংশ। পাসের হার কমেছে ৫.৩১ শতাংশ।

তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৬১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন, গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৬১০ জন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ ও কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর