১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জেনেভায় প্রতিবাদ সমাবেশ

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জেনেভায় প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই অনুষ্ঠিত এ সমাবেশের উদ্যোগ নেয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুইজারল্যান্ড  শাখা। পৃষ্ঠপোষকতা দিয়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্স আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ফ্রান্স শাখা, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড ও সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ।

সর্বইউরোপীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শাখার সভাপতি তরুনকান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত, সুইজারল্যান্ড শাখার সভাপতি  রহমান খলিলুর মামুনের সঞ্চালনায় এই সমাবেশের ভার্চুয়াল আলোচনায় উদ্বোধনী ভাষণ দেন নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

সমাবেশে উপস্থিত থেকে সভাপতির বক্তব্য প্রদান করেন তরুন কান্তি  চৌধুরী।

সমাবেশে বক্তব্য প্রদান দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, সহ-সভাপতি আনিস হোসেন, সহ সভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল,  যুগ্ম সম্পাদক শাহ আলম এগার, আওয়ামী লীগ নেতা আকন্দ আজাদ, সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসেন, বিপুল তালুকদার, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়তুল হোসেন কায়েস , শুব্রত শুভ, স্বপন আহমেদ, উদয়ন বড়ুয়া, দেবেশ বড়ুয়া, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশেন সুইজারল্যান্ড শাখার সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসীম উদ্দীন ভুইয়া, সাধারণ সম্পাদক খান শরীফ, নির্মূল কমিটি ফ্রান্স শাখার সভাপতি চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, সাধারণ সম্পাদক আমিন হাজারী, সর্বইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মিয়া আবুল কালাম, সুইজারল্যান্ড নির্মূল কমিটির সাধারণ সম্পাদক পলাশ বডুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও কমিউনিটি নেতা জমাদার নজরুল ইসলাম ও বাংলাদেশ মাইনরটি কাউন্সিলের সভাপতি অরুন বডুয়া।

সমাবেশ সুষ্ঠুভাবে আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জুয়েল, জেনেভায় বাংলাদেশ ক্লাব সভাপতি  হারুন রশীদ,  প্রাক্তন সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুথী রশীদ, পূর্নীমা খান, আওয়ামী লীগ নেতা শামীন ও আকবর হোসেন, সুনীল চক্রবর্তী, সৃজন রহমান, মুক্তা আক্তার, সুইজারল্যান্ড আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আইয়ান জুনায়েদ ও মুক্তিযুদ্ধ  গবেষক ব্লগার অমি রহমান পিয়াল।  

news24bd.tv/আলী