রাজশাহী মেডিকেলে করোনাভাইরাসে মারা গেলেন আরও ১৯ জন

রাজশাহী মেডিকেলে করোনাভাইরাসে মারা গেলেন আরও ১৯ জন

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন এবং উপসর্গে মারা গেছেন  ১৩ জন। রবিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিন জন, নাটোরের এক জন, নওগাঁর এক জন ও পাবনার এক জন মারা গেছেন।

উপসর্গ ও সন্দেহভাজন হয়ে রাজশাহীর ছয় জন, নাটোর পাঁচ জন, নওগাঁর এক জন ও কুষ্টিয়ার এক জন মারা যান।

আরও পড়ুন:


ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশি অবৈধ অভিবাসী উদ্ধার

টানা এক বছরের জন্য ঘুমোতে চাই, কেন বললেন পূজা?

তিনি আরও বলেন,  গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। করোনা আক্রান্ত হয়ে ২১৪ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৩০৪ জন ভর্তি রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৮ জন।

এদিকে, হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।

news24bd.tv রিমু