কুষ্টিয়ার কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা

Other

কুষ্টিয়ার কুমারখালীতে এক মোবাইল মেকারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কয়া ইউনিয়নের মালিথা পাড়া আবাসনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।  

নিহত যুবক কয়া আবাসনের মালিথা পাড়ার বাবলু মালিথার ছেলে তৌকির হোসেন (২৫)।

পেশায় সে ছিলো মোবাইল মেকার।

এদিকে, নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, কয়েক দিন আগে উত্তর কয়া আবাসনের বাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) তৌকিরের কাছে মোবাইল মেরামত করতে দেয়। পরে বিল্লু মোবাইল ফেরত চাইলে তৌকির বলে ফেরত দিয়েছি। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েক দিন যাবত বিরোধ চলছিল।

 

আরও পড়ুন:


খুলনায় হাসপাতালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশি অবৈধ অভিবাসী উদ্ধার

শনিবার এশার নামাজের পর বিল্লু ও তার বোন তৌকিরের বাড়িতে এসে মোবাইল ফেরত চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, বিল্লু তৌকিরকে বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। বিল্লুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

news24bd.tv রিমু