তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ৩৮ হাজার চারশত করোনার ভ্যাকসিন

তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ৩৮ হাজার চারশত করোনার ভ্যাকসিন

Other

তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছাল ৩৮ হাজার চারশত ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। রবিবার সকাল ৮ টায় সুনামগঞ্জের ইপিআই ভবনে ৪৮ কার্টুনে ৩৮ হাজার চারশত ডোজ সিনোফার্মা ভ্যাকসিন পৌঁছায়।

পরে সুনামগঞ্জের ইপিআই ভবনের প্রাঙ্গনে ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এটিএম আব্দুল্লাহ চৌধুরীর কাছ থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.মো.শামস উদ্দিন।

আরও পড়ুন:


প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ

কোপার শিরোপা জিতে উরুগুয়ের পাশে আর্জেন্টিনা

এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয় এবং সেখানে পুলিশের একটি দলও মোতায়েন করা হয়।

সিভিল সার্জন ডা.মো.শামস উদ্দিন বলেন,তৃতীয় বারের মত সুনামগঞ্জে ৩৮ হাজার চারশত ভ্যাকসিন এসে পৌছেছে। এগুলো সুনামগঞ্জের ১০ টি উপজেলায় দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ অনেকে।

news24bd.tv রিমু