শেরপুরে ডোবায় গোসলে নেমে ২ মামাতো বোনের মৃত্যু

শেরপুরে ডোবায় গোসলে নেমে ২ মামাতো বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুরে ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিম আকতার (১২) ও জেমি আকতারের (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো বোন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিম আকতার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামের সুমন মিয়ার মেয়ে ও জেমি আকতারের বাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে।

জানা যায়, গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া চাকরির জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। সেই সুবাদে তার মেয়ে মিম আকতার নানাবাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে থেকে লেখাপড়া করে।

রোববার সকালে খেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় মিম আকতার, মামাতো বোন জেমি আকতার, মামাতো ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়।

পানি থেকে না ওঠার কারণে ছোট ভাই বাড়িতে খবর দেয়।

আরও পড়ুন:


অবসরে মাহমুদউল্লাহ, পেলেন সতীর্থদের গার্ড অব অনার

জিম্বাবুয়েতে এমন কিছু হতে পারে ধারনাও ছিল না কারো: জালাল ইউনুস

মেসি নয়, ফাইনালের সেরা খেলোয়াড় ডি মারিয়া

কোপার ফাইনালে ব্রাজিলের হারে ভক্তের বিষপান


 

পরে পরিবারের লোকজন এসে তাদের পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে খানপুর ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, তারা কয়েক ভাইবোন মিলে ডোবায় গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে মিম ও জেমি পানিতে ডুবে মারা যায়।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক