আর্জেন্টিনার জয় উদযাপনে মাতলো গুগলও

আর্জেন্টিনার জয় উদযাপনে মাতলো গুগলও

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আনহেল ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে মেসিবাহিনী। আর্জেন্টিনার এই জয় উদ্‌যাপনের অংশীদার হয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও।

আজ গুগলে গিয়ে বাংলা বা ইংরেজিতে ‘কোপা আমেরিকা’ লিখে সার্চ দিলে ম্যাচের  ফলাফল শো করছে।

যেখানে দেখাচ্ছে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। সঙ্গে থাকবে অন্যান্য সংবাদ ও ওয়েবসাইটের লিংক। আর সঙ্গে আতশবাজির আদলে পর্দার নিচ দিক থেকে উঠে আসবে নীল সাদা রং, যা শেষমেশ রূপ নেয় আর্জেন্টিনার জাতীয় পতাকায়।

আরও পড়ুন:


অবসরে মাহমুদউল্লাহ, পেলেন সতীর্থদের গার্ড অব অনার

জিম্বাবুয়েতে এমন কিছু হতে পারে ধারনাও ছিল না কারো: জালাল ইউনুস

মেসি নয়, ফাইনালের সেরা খেলোয়াড় ডি মারিয়া

কোপার ফাইনালে ব্রাজিলের হারে ভক্তের বিষপান


পর্দার নিচ দিকে একটি বোতাম দেখতে পাবেন।

আর্জেন্টিনার জয়ে শামিল হয়ে বারংবার সেটি চেপে একই অ্যানিমেশন দেখতে পারেন হাজারবার। চাইলে ব্রাজিল সমর্থক বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। পাশেই সে বোতাম পাবেন।

যা হোক, গুগলকে আর্জেন্টিনার সমর্থক বলার সুযোগ নেই। আজ ব্রাজিল চ্যাম্পিয়ন হলে হয়তো একই ধরনের উদ্‌যাপন করা হতো ব্রাজিলের জন্য।

news24bd.tv নাজিম