তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত

অনলাইন ডেস্ক

তুরস্কে পূর্বাঞ্চলে ইরান সীমান্তের কাছে এক বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

রোববার (১১ জুলাই) ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় দু’টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার নিকটে অবস্থিত তুর্কি-ইরান সীমান্তের কাছে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি নিচু খাদে পড়ে যায় এবং এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে বলে স্থানীয় ওই দু’টি সূত্র জানিয়েছে।

এশিয়া থেকে অবৈধপথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের রুট তুরস্ক। ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ইরান সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও পশ্চিমে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো শহরগুলোর মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে।