ইসরায়েলি সহিংসতায় চুপ থাকবে না তুরস্ক

ইসরায়েলি সহিংসতায় চুপ থাকবে না তুরস্ক

অনলাইন ডেস্ক

দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিদ্বন্দ্বী প্যালেস্টাইন দলগুলির মধ্যে পুনর্মিলন এবং ইসরায়েলি-প্যালেস্তিনি সংঘাতের বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস গতকাল শনিবার ইস্তাম্বুলে তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগানের সাথে বৈঠক করেছেন।

এরদোয়ান বলেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের ওপর হওয়া ইসরায়েলের নৃশংসতা নিয়ে কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত উক্ত বৈঠকে তিনি এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যতদিন অঞ্চলটিতে ইসরায়েলি নীতি বজায় থাকবে ততদিন পর্যন্ত চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

আর এ নিয়ে তুরস্ক কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। বৈঠকে উভয় প্রেসিডেন্ট আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এরদোগান তার ১৮ বছরের শাসনকালে প্যালেস্তিনিদের পক্ষে ছিলেন।

তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলকে "সন্ত্রাসবাদ" বলে অভিযুক্ত করেছেন এবং সম্প্রতি এটাও বলেছেন, সন্ত্রাসবাদতাদের স্বভাব।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

আরও পড়ুন

লকডাউনে বের হতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

কোপার ফাইনালে ব্রাজিলের হারে ভক্তের বিষপান

পাচারকারীর খপ্পরে পড়ে মরিশাসে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

এক মাসে ৩ লাখ মৃত্যু: প্রশ্নবিদ্ধ ভারত

news24bd.tv/এমিজান্নাত