ভাসানচর থেকে পালানোর সময় ৫ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানোর সময় ৫ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় পাঁচ রোহিঙ্গা ও দুই দালালকে নৌকাসহ আটক করেছে কোস্টগার্ড।  

রবিবার (১১ জুলাই) সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়। এর আগে শনিবার (১০ জুলাই) রাতে ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড, ভাসানচর স্টেশনের রাশেদুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন।

আজ রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত তদাদের জেল হাজতে পাঠায়।

আরও পড়ুন:


লকডাউন আরও বাড়বে কিনা, যা বললেন নৌপ্রতিমন্ত্রী

রূপগঞ্জে নিহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে: ডা. জাফরুল্লাহ

হারারে টেস্টে বড় জয় পেল টাইগাররা


আটককৃত রোহিঙ্গারা হলেন- ৬৩ নম্বর ক্লাস্টারের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল­লাহ (৩১), ৫৬ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮), ২৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮) ও ২৫ নম্বর ক্লাস্টারের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮)।  

নৌকাসহ আটককৃত দালাল দুজন হলেন- নৌকার মাঝি জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিন (২৮)।

news24bd.tv নাজিম