কোরবানীর হাটে ওঠার অপেক্ষায় রাজশাহীর লক্ষাধিক গরু

Other

করোনা ও লকডাউনের বাধ্যবাধকতায় রাজশাহীতে শুরু হয়নি কোরবানির পশুর বাজার। যদিও লাখ খানেক পশু বিক্রির অপেক্ষায় খামারিরা। এমন পরিস্থিতিতে বাজারে জনসমাগম ঠেকাতে অনলাইনে পশু বেচাকেনার নির্ভরযোগ্য ব্যবস্থা করতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে এবার অনলাইনেও ক্রেতাদের আগ্রহ কম।

আর কিছুদিন পরই কোরবানির ঈদ। এসময় গরুর হাট থাকে জমজমাট। কিন্তু গত দুবছর ধরে হাটের সেই জোয়ার নেই। করোনা পরিস্থিতিতে অনেকেই হাট বিমুখ।

স্থানীয় প্রশাসন গরুর হাট পরিচালনার অনুমতি দিলেও তাতে সাড়া মিলছে না ক্রেতাদের। বাইরে থেকেও আসছেন না পাইকাররা।

পরিস্থিতি যখন প্রতিকূলে তখন অনলাইনে কেনাবেচায় ভরসা খামারিদের। এজন্য উদ্যোক্তারা বিশেষ সুবিধাও দিচ্ছেন। তবে এবার সেখানেও আগ্রহ কম ক্রেতাদের।

করোনা সংক্রমনের পরিস্থিতি বিবেচনায়, এবার পশুর হাটে জনসমাগম ঠেকাতে, অনলাইনে পশু কেনাবেচায় সাধারণকে উদ্ধুদ্ধ করতে, উদ্যোগী হয়েছে প্রশাসনও।

খামারিদের গরু ছাগল-এর তথ্য, ছবি, ভিডিও যাতে অনলাইনের নির্দিষ্ট প্লাটফর্মে থাকে, সেটি নিশ্চিতে স্বেচ্ছাসেবকদের সাহায্য নিচ্ছে প্রশাসন।

এবছর রাজশাহীতে কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় ১ লাখ ২৫ হাজার গবাদি পশু।

আরও পড়ুন:


২৩০ জন মৃত্যুর দিনে নমুনা পরীক্ষা ৪০ হাজারেরও বেশি

দেশে আবারও করোনার রেকর্ড শনাক্ত

রাঙামাটিতে বন্যহাতির তাণ্ডব, বাড়ি-গাড়ি-দোকান বিধ্বস্ত


news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর