ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন। নির্বাচনে হেরে প্রায় এক মাস পর শনিবার দিবাগত রাতে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বাসভবন হস্তান্তর করেন নেতানিয়াহ।
রোববার (১১ জুলাই) ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এ খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগেই তিনি আলোচিত বাসভবন ছাড়েন নেতানিয়াহু।
এর আগে, গত ১৪ জুনের নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে হেরে যান নেতানিয়াহু।
পরে নতুন সরকার গঠন করেন বেনেট। নাফতালি বেনেট দেশটির সংসদে ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। এর ফলে শেষ হয় নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসনকাল।
আরও পড়ুন:
দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেসি, ডি মারিয়ারা
যে দোয়া পড়লে বিপদ থেকে রক্ষা পাবেন
আল্লাহ ঈমানদার নারী-পুরুষদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন
উল্লেখ্য, এরে আগে প্রথম দফায় ১৯৯৯ সালে নির্বাচনে হারার পর সরকারি বাসভবন ছাড়তে ছয় সপ্তাহ বেশি সময় লেগেছিল নেতানিয়াহুর।
বেঞ্জায়ামিন নেতানিয়াহু ছিলেন ইসরায়েলে এ সময়ের প্রভাবশালী রাজনীতিক। ৭১ বছর বয়সী এ রাজনীতিবিদ তার কট্টর সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও সমালোচকদের কাছে নিন্দিত।
news24bd.tv রিমু