জিলহজ্বের চাঁদ উঠেছে। শুরু হয়ে গেলো মহা ফযীলতপূর্ণ ‘আশারায়ে জিলহজ্ব’। অর্থাৎ জিলহজ্ব মাসের প্রথম দশক।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- "আল্লাহর নিকট জিলহজ্বের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই।
রাসূলুল্লাহ (সাঃ) জিলহজ্বের নয়টি রোজা, আশুরার রোজা এবং প্রতি মাসে তিনটি রোজা পালন করতেন। (নাসাঈ-২৪১৭, ২৩৭২; আবু দাউদ-২১০৬)
আরও পড়ুন:
গভীর রাতে বাসভবন ছেড়েছেন নেতানিয়াহু
দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেসি, ডি মারিয়ারা
এই প্রজন্মের ইন্সপিরেশনে হবে “লেডিজ অ্যান্ড জেন্টলমেন” সিজন টু !
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আরাফার (হজ্বের) দিনে রোজা পালন করলে সামনের এবং পিছনের দুই বছরের গুনাহ আল্লাহ তা'আলা ক্ষমা করবেন বলে আমি আশা পোষণ করি। " (মুসলিম-১১৬২; তিরমিযী-৭৪৯)
রাব্বুল আলামীন আমাদেরকে ‘আশারায়ে জিলহজ্বের’ ফযীলতপূর্ণ ইবাদতের মওসুমের সৌভাগ্য অর্জনের তওফিক দান করুন।
লেখাটি ড. তুহিন মালিক -এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv রিমু