শুরু হয়ে গেলো মহা ফযীলতপূর্ণ ‘আশারায়ে জিলহজ্ব’

ড. তুহিন মালিক

শুরু হয়ে গেলো মহা ফযীলতপূর্ণ ‘আশারায়ে জিলহজ্ব’

Other

জিলহজ্বের চাঁদ উঠেছে। শুরু হয়ে গেলো মহা ফযীলতপূর্ণ ‘আশারায়ে জিলহজ্ব’। অর্থাৎ জিলহজ্ব মাসের প্রথম দশক।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- "আল্লাহর নিকট জিলহজ্বের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই।

সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহর রাস্তায় জিহাদও (এর চেয়ে উত্তম) নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, সে কোন কিছু নিয়ে ফিরে আসে নাই, সে (শহীদ) ব্যতীত। " (সহীহ বুখারী-৯৬৯)

রাসূলুল্লাহ (সাঃ) জিলহজ্বের নয়টি রোজা, আশুরার রোজা এবং প্রতি মাসে তিনটি রোজা পালন করতেন। (নাসাঈ-২৪১৭, ২৩৭২; আবু দাউদ-২১০৬)

আরও পড়ুন:


গভীর রাতে বাসভবন ছেড়েছেন নেতানিয়াহু

দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেসি, ডি মারিয়ারা

এই প্রজন্মের ইন্সপিরেশনে হবে “লেডিজ অ্যান্ড জেন্টলমেন” সিজন টু !

রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "আরাফার (হজ্বের) দিনে রোজা পালন করলে সামনের এবং পিছনের দুই বছরের গুনাহ আল্লাহ তা'আলা ক্ষমা করবেন বলে আমি আশা পোষণ করি।

" (মুসলিম-১১৬২; তিরমিযী-৭৪৯)

রাব্বুল আলামীন আমাদেরকে ‘আশারায়ে জিলহজ্বের’ ফযীলতপূর্ণ ইবাদতের মওসুমের সৌভাগ্য অর্জনের তওফিক দান করুন।

লেখাটি ড. তুহিন মালিক ​-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv রিমু  

 

 

এই রকম আরও টপিক