‘২৪ ঘন্টায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণ নেওয়া হবে’

‘২৪ ঘন্টায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণ নেওয়া হবে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পারস্য উপসাগরে মার্কিনীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

তিনি বলেছেন, তারা যে দিকে তাকাবে সে দিকেই ইরানি নৌসেনাদের দেখতে পাবে।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি আরও বলেছেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

আলী ফাদাভি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অনিরাপত্তা দেখা দিয়েছে তার পেছনে আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের হাত রয়েছে। অতীতেও তারা একই কাজ করেছে।

আইআরজিসির নৌবিভাগের প্রধান বলেন, পারস্য উপসাগরে মার্কিনীরা আগের চেয়ে বেশি আজ্ঞাবহ হয়েছে। তবে পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য সেখান থেকে মার্কিন বের করা জরুরি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর