করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাড়বে নাকি স্বল্প পরিসরে খুলে দেওয়া হবে জানা যাবে আজ সোমবার।
এ বিষয়ে রোববার (১১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) রাতে কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে অনুযায়ী ১৩ জুলাই (মঙ্গলবার) বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে।
১৪ জুলাইয়ের পর বিধিনিষেধ বাড়ছে কি না? এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
এদিকে দেশে করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এই সময়ে বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুনঃ
যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান
ইতিহাস গড়ে সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোলরক্ষকের হাতে
পাচারকারীর খপ্পরে পড়ে মরিশাসে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
১০ দিনের মধ্যে ইভ্যালিকে গ্রাহকদের ২১৪ কোটি টাকা পরিশোধ করতে হবে: টিক্যাব
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। আজকের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
news24bd.tv / নকিব