রাজস্থানে সেলফি তোলার সময় হঠাৎ বজ্রপাত, নিহত ১১

রাজস্থানে সেলফি তোলার সময় হঠাৎ বজ্রপাত, নিহত ১১

অনলাইন ডেস্ক

ভারতের রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের জয়পুরের কাছেই আমের প্যালেসের ছাদে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বজ্রপাতের সময় টাওয়ার ও দুর্গের দেয়ালে ২৭ জন ছিলেন।

এছাড়া বজ্রপাত হলে ভয়ে তাদের কয়েকজন নিচে লাফিয়ে পড়ে আহত হন। রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া বজ্রপাতে রাজস্থান ও উত্তরপ্রদেশে মারা গেছে অন্তত ৩৭ জন। মৃতদের মধ্যে সাতজন শিশু বলে জানা গেছে।


আরও পড়ুনঃ

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

ইতিহাস গড়ে সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোলরক্ষকের হাতে

পাচারকারীর খপ্পরে পড়ে মরিশাসে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

১০ দিনের মধ্যে ইভ্যালিকে গ্রাহকদের ২১৪ কোটি টাকা পরিশোধ করতে হবে: টিক্যাব


অন্যদিকে উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছের নিলে সরাসরি নিম গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।

news24bd.tv / নকিব