বিয়ের দুই মাস পরেই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ইভিলিন শর্মা। রবিবার (১১ জুলাই) একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, "ওকে কোলে নেওয়ার জন্য আর ধৈর্য ধরতে পারছি না। "
ইভিলিন জানান, " অন্তঃসত্ত্বা হওয়ায় বেশ খুশি তিনি।
আরও পড়ুন:
হালুয়া খেয়ে ৫ কেজি ওজন বেড়েছে অক্ষয়ের!
সিরাজগঞ্জে আটক আওয়ামী লীগ সভাপতি
এই প্রজন্মের ইন্সপিরেশনে হবে “লেডিজ অ্যান্ড জেন্টলমেন” সিজন টু !
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গোপনে বিয়ে করেন এই অভিনেত্রী। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ইয়ারিয়াঁ’, সাহু সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছে ইভিলিন শর্মা।
news24bd.tv রিমু