ভিয়েনায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ভিয়েনায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Other

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট’।

সোমবার (১২ জুলাই) ভিয়েনা থেকে ৩০ কিলোমিটার দূরে সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। এসময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এসময় দূতাবাসের মিশন উপ-প্রধান রাহাত বিন জামান, দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার প্রেসিডেন্ট জাফর ইকবাল বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুনঃ


যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

ইতিহাস গড়ে সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোলরক্ষকের হাতে

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পরও রোনালদোর হাতেই গোল্ডেন বুট


উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে প্রবাসীদের মোট ৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বিক্রমপুর স্পোর্টিং ক্লাবকে ৬৩ রানে পরাজিত করে সিলেট এক্সপ্রেস।  

news24bd.tv নাজিম