পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে দাখিল পরীক্ষায় ফেল করে চিরকুট লিখে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত ওই ছাত্রীর নাম মনি আক্তার। সে উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারা দেওরা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে ও ইছবপুর দাখিল মাদ্রাসার ছাত্রী।

রোববার দুপুরে উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারাদেওরা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মনি এবছর স্থানীয় ইছবপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। রোববার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পারে। পরে সে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন চিরকুট লিখে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঞ্জুরুল হকের দুই মেয়ে মধ্যে সে ছিল বড়।

পরিবারের লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় বাড়িতে সে একা ছিল।

গ্রামবাসী জানান, পাশাপাশি বাড়ির লিপি আক্তার, লাইলী আক্তার ও মনি আক্তার এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। তারা তিনজন মোবাইলে খবর নিয়ে জানতে লিপি ছাড়া বাকি দুইজন অকৃতকার্য হয়েছে। পরে মনি আক্তার ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর দুই বান্ধবী ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

ইছবপুর দাখিল মাদরাসার দপ্তরী ছাইদুর রহমান জানান, সে ছাত্রী হিসেবে ভালো ছিল। তাই ফেল করার কষ্ট সইতে পারে নাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর