যুক্তরাষ্ট্রে আগুন নেভাতে গিয়ে বিমান দুর্ঘটনা, ২ দমকলকর্মী নিহত

যুক্তরাষ্ট্রে আগুন নেভাতে গিয়ে বিমান দুর্ঘটনা, ২ দমকলকর্মী নিহত

অনলাইন ডেস্ক

তীব্র দাবানলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছয়টির বেশি রাজ্যে ৩ লক্ষ একরের বেশি জায়গা পুড়ে গেছে। আর এই আগুন নিভাতে গিয়ে অ্যারিজোনা রাজ্যে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার বজ্রপাতজনিত এই দাবানলে আগুন নিভাতে গিয়ে বিমান দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তারা এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সবার সম্মুখসারিতে ছিলেন।

যুক্তরাষ্ট্রের বন বিভাগ এখনো নিহত দুইজনের নাম প্রকাশ করে নি। তাদের পরিবারের কাছে জানানোর পরেই তাদের নাম জানানো হবে বলে জানিয়েছে তারা। দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে।


আরও পড়ুনঃ

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

ন্যাচারাল লুকই দর্শকের মন কেড়েছে সাই পল্লবী

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

মনপুরা বানিয়ে যেভাবে সত্যজিৎ রায়ের ভঙ্গি নেন, তাতে চোখে অন্ধকার দেখি!


অন্যদিকে, দাবদাহের কারণে অ্যারিজোনা অঞ্চলের তিন কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলেছে কর্তৃপক্ষ।

এছাড়া দাবানলে দক্ষিণ ওরিগন এলাকায় একটি সাড়ে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্যালিফোর্নিয়ায় সকল নাগরিকদের বিদ্যুৎ খরচ কমানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

news24bd.tv / নকিব