পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

Other

করোনায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলার সেনা জোনের উদ্যোগে ৫৫ পরিবারের ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা।

এসময় বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. ইসরাত হোসেন ও ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি জোনের দায়িত্ব পূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত সাক্রাছড়ি এলাকায় ৩০ প্যাকেট এবং ডাউন পাড়ায় ২৫ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়।

প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং এক কেজি তেল সর্বমোট ৫৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. ইসরাত হোসেন জানান, করোনায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তায় সেনা সদস্যরা নিজেদের খাদ্য সামগ্রির বিরাট একটি অংশ বাঁচিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে। দেশে প্রথম করোনা পরিস্থিতি থেকে এ কার্যক্রম শুরু করা হয়। সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কাজ করে যাচ্ছে।

এ ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন:


ঈদে খুলতে পারে শপিংমল, চালু হতে পারে বাস

ভারতে বজ্রপাতে প্রাণ গেল ৬৮ জনের

তাজিকিস্তানে পালাল আফগান সেনারা, বিনা যুদ্ধে দখল ‘ওয়াখান’

news24bd.tv / তৌহিদ