লকডাউন শিথিল থাকবে ৮ দিন

লকডাউন শিথিল থাকবে ৮ দিন

অনলাইন ডেস্ক

কোরবানির ঈদে চলমান লকডাউন শিথিল করা হচ্ছে। এ শিথিলতা থাকবে মোট আট দিন।  তা শুরু আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) আর শেষ হবে ২৩ জুলাই।  স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

অন্যানা বিধিনিষেধ চলমান থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার।

এছাড়া, খুলে দেওয়া হবে দোকানপাট-শপিং মল।

তবে সরকারি অফিস ভার্চ্যুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।

আরও পড়ুন:


বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন

ঈদে খুলতে পারে শপিংমল, চালু হতে পারে বাস

ভারতে বজ্রপাতে প্রাণ গেল ৬৮ জনের

তাজিকিস্তানে পালাল আফগান সেনারা, বিনা যুদ্ধে দখল ‘ওয়াখান’

news24bd.tv / তৌহিদ