ইন্টারনেটে ট্যাক্স নিয়ে উদ্বিগ্ন গুগল সিইও

ইন্টারনেটে ট্যাক্স নিয়ে উদ্বিগ্ন গুগল সিইও

অনলাইন ডেস্ক

ইন্টারনেটভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ট্যাক্স ও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এই পরিস্থিতি দেখে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের উদ্বিগ্নতার কথা জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই।

বিবিসিকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেক দেশ তথ্যের প্রবাহ আটকে দিচ্ছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে রাজত্ব করবে।

তবে তার আগে স্বাধীনতা দরকার। ঠিকঠাক নীতিমালা দরকার।

পিচাইয়ের দাবি, ‘গত ২৩ বছর ধরে গুগল মুক্ত এবং স্বাধীন ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। ’

বেশ কয়েকবার টুইটারের উচ্চপদে কাজের জন্য ডাক পেলেও গুগল ছেড়ে যাননি তিনি।

গুগলের মূল পণ্যগুলোর দায়িত্বে ছিলেন পিচাই। স্বাভাবিক কারণেই তাকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়।


আরও পড়ুনঃ

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

ন্যাচারাল লুকই দর্শকের মন কেড়েছে সাই পল্লবী

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

মনপুরা বানিয়ে যেভাবে সত্যজিৎ রায়ের ভঙ্গি নেন, তাতে চোখে অন্ধকার দেখি!


উল্লেখ্য, ২০১৫ সালে গুগলের কর্পোরেট কাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হয়। প্রতিষ্ঠানের মূল বিভাগগুলোকে আলাদা প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়। সেই প্রতিষ্ঠানগুলোর একটি হলো গুগল, যার অধীনে আছে সার্চ, ম্যাপস, বিজ্ঞাপন, ইউটিউবসহ মূল সেবাগুলো। আর ‘অ্যালফাবেট’ নামে মূল প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সব কটি বিভাগ সেটির অধীনে আনা হয়।

news24bd.tv / নকিব