হাইতির প্রেসিডেন্ট হত্যার  সন্দেহভাজন গ্রেফতার

হাইতির প্রেসিডেন্ট হত্যার সন্দেহভাজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে রাষ্ট্রপতি জোভেনেল মইসিকে হত্যার আয়োজন করার মূল সন্দেহভাজন স্যানন নামে একজনকে গ্রেপ্তার করেছে হাইতির পুলিশ। তারা বলছে স্যানন নিজেকে একজন হাইতিয়ান চিকিৎসক হিসেবে দাবি করতেন।

৬৩ বছর বয়সী হাইতিয়ান নাগরিক খ্রিস্টান ইমানুয়েল স্যানন জুনের শুরুতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটি বেসরকারি জেটে দেশে উড়ে এসেছিলেন।

প্রেসিডেন্ট মইসিকে (৫৩) তার  নিজ বাসভবনে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে।

এই আক্রমণে তার স্ত্রী আহত হয়েছিলেন এবং পরে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আসছে

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা গ্রহণ

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত