বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ৬০৪

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ৬০৪

অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। আর এই সময়ে বিধি-নিষেধ অমান্য করায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৭৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের দশম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:


লকডাউন শিথিল থাকবে ৮ দিন

করোনার মধ্যে ডেঙ্গু যেন মাথাব্যথার কারণ না হয়: এলজিআরডি মন্ত্রী


তিনি আরও বলেন, মোবাইল কোর্টে ১৬৮ জনকে দুই লাখ ৬৩ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে এবং ডিএমপি ট্রাফিক কর্তৃক ৭২৭ টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

news24bd.tv নাজিম