খুলনায় মানবিক সহায়তা প্রদান করবেন সেনাবাহিনী প্রধান

খুলনায় মানবিক সহায়তা প্রদান করবেন সেনাবাহিনী প্রধান

Other

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার খুলনায় মানবিক সহায়তা প্রদান ও সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করবেন। সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রধান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করবেন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শিববাড়ি মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করবেন।

পরে সকাল ১০টায় সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, সেনাবাহিনী করোনা মহামারীর ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’র অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী। মূলত করোনা মহামারীকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য।

পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন:


বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন

ঈদে খুলতে পারে শপিংমল, চালু হতে পারে বাস

ভারতে বজ্রপাতে প্রাণ গেল ৬৮ জনের

তাজিকিস্তানে পালাল আফগান সেনারা, বিনা যুদ্ধে দখল ‘ওয়াখান’


news24bd.tv / তৌহিদ