ঈদের কারনে করোনা ভাইরাসও কী তাদের সংক্রমণ বন্ধ রাখবে

শওগাত আলী সাগর

ঈদের কারনে করোনা ভাইরাসও কী তাদের সংক্রমণ বন্ধ রাখবে

Other

সরকার যে ঈদ পর্যন্ত বিধিনিষেধ শিথিল করার ঘোষনা দিচ্ছেন - তার কী কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? ঈদের কারনে করোনা ভাইরাসও কী তাদের সংক্রমণ বন্ধ রাখবে? মানুষের জীবন মরণ আর ঈদ উৎসব- কোনটা অগ্রাধিকার?

এমনিতেই দেশের মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা যায়নি। সরকার ‘কঠোর স্বাস্থ্যবিধি’ ঘোষনা করেও সেটি কার্যকরভাবে অনুসরণে নাগরিকদের বাধ্য করতে পারেনি। এখন আবার ‘লকডাউন শিথিলের’ ঘোষনা দিয়ে অসচেতন জনগোষ্ঠীর কাছে ভূল বার্তা পৌঁছে দেয়া হচ্ছে না তো?

মানুষ যদি মনে করে- করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন প্রয়োজন নেই, প্রয়োজন থাকলে সরকার ‘কঠোর লকডাউন’কেই ছুটিতে পাঠাতো না- তা হলে তাদের কী দোষ দেয়া যাবে?
সরকারের, নীতিনির্ধারকদের  এজেন্ডায় জনস্বাস্থ্য  অগ্রাধিকারে না থাকলে জনগণের কল্যাণে  আসে এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা যায় না।

লেখাটি শওগাত আলী সাগর​-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

 

আরও পড়ুন

আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আসছে

করোনা ভ্যাকসিন নিচ্ছেন খালেদা জিয়া

রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা গ্রহণ

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

news24bd.tv/এমিজান্নাত