১৭ বছরের নীতিশ কুমারের চোয়ালে ৮২টি দাঁত! ভারতের বিহারের আরা জেলায় এই বিষ্ময়কর ঘটনা প্রকাশ্যে এসেছে। এটি দেখে চিকিৎসকরাও অবাক হয়েছিলেন। এই দাঁতগুলি স্বাভাবিক দাঁত থেকে আলাদা ছিল এবং সময়ের সাথে সাথে এগুলিও বাড়ছিল।
নীতীশ দিল্লিসহ ভারতের অনেক বড় শহরে চিকিৎসার জন্য দৌড়েছেন, তবে বিষয়টি চিকিৎসকদের নাগালের বাইরে ছিল।
পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (আইজিআইএমএস) ম্যাগিলোফেসিয়াল ইউনিট প্রথম টিউমারটি সনাক্ত করে। যখন উভয় চোয়ালের মধ্যে টিউমারটি ছড়িয়ে পড়ে তখন অপারেশন করা হয়। তবে তখন ৮২টি দাঁতের একটি গোছা পাওয়া গেছে নীতিশের চোয়ালে। নিতিশ এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকরা বলেছেন যে খুব শিগগিরই রোগীকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসদের দাবী, দেশে এখনও এ ধরণের ঘটনা সামনে আসে নি।
সূত্র: ভারত টাইমস
আরও পড়ুন
নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে ট্রাফিক পুলিশকে কটুক্তি
আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আসছে
রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা গ্রহণ
দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)
news24bd.tv/এমিজান্নাত