ডিএসই’র ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকা

ডিএসই’র ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৩৪ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির ৬৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।  

এ ছাড়া আর ডি ফুডের ১ কোটি ৯৮ লাখ ১২ হাজার টাকার, বিএনআইসিএলের ৯০ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ৭০ লাখ ২৬ হাজার টাকার, পপুলার লাইফের ৬৭ লাখ ১২ হাজার টাকার, গ্লোবাল ইন্সুরেন্সের ৬৫ লাখ ৫০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৬৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

news24bd.tv নাজিম