চট্টগ্রাম : করোনা এগিয়ে চলেছে ভয়ঙ্কর গতিতে

চট্টগ্রাম : করোনা এগিয়ে চলেছে ভয়ঙ্কর গতিতে

অনলাইন ডেস্ক

সারা দেশের মতো চট্টগ্রামেও করোনা এগিয়ে চলেছে ভয়ঙ্কর গতি নিয়ে।   বন্দর নগরীতে গতকাল সোমবার করোনা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছিল। এর মাত্র ২৪ ঘন্টায় সেই রেকর্ডও ভেঙে গেল।   গত ২৪ ঘন্টায় আগের সব রেকর্ড ভেঙে দিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত হল রেকর্ড ৯৫৫ জনের শরীরে।

গতকালের ৯ মৃত্যুর পর চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ১০ জন।

রোববার (১১ জুলাই) সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলে চট্টগ্রামে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭৮৪ জনে। শনাক্তের দিক থেকে গত ২৪ ঘন্টায় পাওয়া ৯৫৫ জন করোনারোগী একদিনের আগের সব রেকর্ডই ভেঙে দিয়েছে। সংক্রমণের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ।

আর এই একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের— যার ৪ জন চট্টগ্রাম নগরের, আর বাকি ৬ জনই উপজেলার।

চট্টগ্রাম জেলায় এখন করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৬৬ হাজার ৭৮৪ জন। এদের মধ্যে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা ৫১ হাজার ২৯৭ এবং ১৪ উপজেলার ১৫ হাজার ৪৮৭ জন।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগরে চারজন এবং উপজেলাগুলোতে আরও ছয়জনের মৃত্যু হল। সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯০ জনে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৫০৪ ও উপজেলার ২৮৬ জন।

news24bd.tv/আলী