মাস্টারশেফ গ্রান্ড ফিনালে কিশোয়ারের পান্তা-আলুভর্তা

মাস্টারশেফ গ্রান্ড ফিনালে কিশোয়ারের পান্তা-আলুভর্তা

অনলাইন ডেস্ক

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালে জাস্টিন নারায়ণ ও পেট ক্যাম্পবেলের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাবেক ঘরোয়া রাঁধুনী কিশোয়ার বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ‘পান্তা ভাত’ পরিবেশন করেছেন। যেটি ওই শো-তে ‘স্মোকড রাইস ওয়াটার’ হিসেবে উপস্থাপন করা হয়।  

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়।

যেখানে আলু ভর্তা ও সার্ডিনের সঙ্গে পান্তা ভাত পরিবেশনায় বিস্মত হয়েছেন বিচারকেরাও।

বিচারকের সামনে কিশোয়ার তার খাবার পরিবেশনের সময় বলেন, ‘এটি এমন এক ধরনের খাবার, যেটি আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না। ’


আরও পড়ুনঃ

যে যার বিশ্বাস মতে গরু-শুকর যা ইচ্ছে খান

ন্যাচারাল লুকই দর্শকের মন কেড়েছে সাই পল্লবী

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা আফগানিস্তানের


বিচারকেরা কিশোয়ারের তৈরি খাবারকে ‘স্বাদ ও ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি শক্তিশালী খাবার’ হিসেবে উল্লেখ করেছেন।

এই সিজনের গ্রান্ড ফিনালের ফলাফল সম্প্রচার করা হবে ১৩ জুলাই।

news24bd.tv / নকিব