ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫২

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫২

অনলাইন ডেস্ক

ইরাকের একটি হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগেছে। এতে কমপক্ষে ৫২ জন মারা গেছেন, খবর আল জাজিরার।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ আগুনের ঘটনা ঘটল ইরাকে। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ওই আগুনের ঘটনা ঘটেছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।  

জানা যায়, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি।

   

তিনি জানিয়েছেন, কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুনের ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।  নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন। করোনা আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল।

আরও পড়ুন:


ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

ঈদের দিনে যে কাজগুলো করবেন

দোয়া ইউনুস'এর উপকারিতা

এই ঘটনায় ইতোমধ্যেই ওই হাসপাতালের ম্যানেজার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিকে, রোগীদের ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা পুলিশের দু'টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন।

news24bd.tv রিমু   

এই রকম আরও টপিক