খুলনার ৪ হাসপাতালে আজও ১৯ জনের মৃত্যু

খুলনার ৪ হাসপাতালে আজও ১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

খুলনার ৪ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়েেএবং উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ৫ জন মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গার আফজাল হোসেন (৫০), দৌলতপুরের সামাদ মোল্লা (৭৫), ফুলবাড়ীগেটের গাজী সামসুর রহমান (৮৪), ১ নম্বর কাস্টমঘাটের সুমি (২২) এবং বাগেরহাটের বিষ্ণুপুরের সামসুন্নেছা (৪৭)।   

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার আইচগাতীর কালাম সরদার (৭৮), একই এলাকার সিংহেরটর এলাকার তাসলিমা (৪৫), ডুমুরিয়ার সৈয়দ মুজিবুর রহমান (৮০) ও একই উপজেলার ঘোনাবান্ধা এলাকার চিত্তরঞ্জন মন্ডল (৮০)।

আরও পড়ুন


রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, নিহত ৫২

বেশি মানুষকে প্রথম ডোজ দেয়ার জন্য বুস্টার ডোজ বন্ধ রাখা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৮ দিনের জন্য লকডাউনে শিথিলতা, প্রজ্ঞাপন আজ


বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে তিনজন খুলনার ও একজন বাগেরহাটের বাসিন্দা।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সোনাডাঙ্গার আলমগীর মল্লিকের (৬৫) মৃত্যু হয়।

news24bd.tv এসএম