কুষ্টিয়ায় করোনায় মৃত্যু কিছুটা কমেছে, শনাক্ত ২৯১

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু কিছুটা কমেছে, শনাক্ত ২৯১

Other

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত ছিলেন, একজন ভর্তি ছিলো করোনার উপসর্গ নিয়ে।

গতকাল সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত কুষ্টিয়া হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি মাসের মধ্যে কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে এটিই সর্বনিম্ন মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।

আরও পড়ুন


বিধিনিষেধ সংক্রান্ত যা আছে আজকের পুরো প্রজ্ঞাপনে

২৩ জুলাইয়ের পর বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল, প্রজ্ঞাপন জারি

ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা জানাল ইউরোপীয় মিশন


জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘন্টায় আরো ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার ৩ বেড়ে ২৯.৩৯ শতাংশ হয়েছে।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ হাজার ৮৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২৪ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক