কুয়েতের বন্দরে ২২ লাখ প্যাকেট মাদক জব্দ

কুয়েতের বন্দরে ২২ লাখ প্যাকেট মাদক জব্দ

অনলাইন ডেস্ক

কুয়েতের শুয়াইখ বন্দরে প্রায় ২২ লাখ ২০ হাজার প্যাকেট মাদক জব্দ করা হয়েছে। বন্দরে প্রায় ৯০ দিন ধরে পড়ে থাকা তিনটি কনটেইনারে এই মাদক পাওয়া যায়। খবর কুনা নিউজ এজেন্সির।

আরব নিউজ জানায়, প্রথম কনটেইনারে ১ লাখ ১১ হাজার, দ্বিতীয়টিতে ১০৯ প্যাকেট ও তৃতীয় কনটেইনারে ২০ লাখ প্যাকেট মাদক খুঁজে পাওয়া যায়।

কনটেইনারের সাথে যারা সংশ্লিষ্ট ছিলো তাদের নামে মাদক পাচার আইনে মামলা করা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।


আরও পড়ুনঃ

ওজন বাড়াতে হলে দুপুরে ঘুমাতে হবে

দেশে ফিরতেই মেসির উপর ঝাঁপিয়ে পড়লেন রোকুজ্জো! (ভিডিও)

২৪ বছরে ২০ রাজ্য পাড়ি দিয়ে অবশেষে খুঁজে পেলেন ছেলেকে

মাস্টারশেফ গ্রান্ড ফিনালে কিশোয়ারের পান্তা-আলুভর্তা


এর আগে জুলাইয়ের শুরুর দিকে সৌদি আরবের সুরক্ষা কর্মকর্তারা আরও বেশকিছু মাদক পাচার আটকে দেয়।  দেশটির পূর্ব প্রদেশের উপকূলীয় অঞ্চলে টহল দেয়ার সময় তারা প্রায় ৫ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট পাচারকালে জব্দ করে। 

news24bd.tv / নকিব