অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

Other

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ‘চলতি মাসেই অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে। আগামী মাস (আগস্ট) থেকেই প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ’

মঙ্গলবার বেলা ১১ টায় সিটি করপোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে মর্ডানার গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এমন তথ্য জানান তিনি।

টিকা নিয়ে বড় কোন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে পড়তে হবে না বলেও জানান ডা. সেব্রিনা ফ্লোরা।

বলেন, ‘ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আরও টিকা আসবে। বিভিন্ন মাধ্যমে টিকা কেনার পাশাপাশি বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি। ’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘টিকা নেওয়া সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আমরা চাই দ্রুততম সময়ে যেন অধিক মানুষকে টিকা দেওয়া যায়। ’

পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। এর আগেও সফলভাবে আমরা টিকাদান কর্মসূচি চালিয়েছি। সকলে টিকা গ্রহণ করে নিজেকে এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করতে হবে। ’

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইমলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন
খান মুনসহ প্রমুখ।

আরও পড়ুন:


বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫


news24bd.tv / তৌহিদ