মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

অনলাইন ডেস্ক

আসামে ১৪ বছরের বেশি বয়সী গরু জবাইয়ে এতদিন কোনো বাধা ছিল না। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাত দশকের পুরোনো এই আইন তাদের গরু রক্ষার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন। এ কারণে নতুন বিল নিয়ে এসেছেন তিনি। তাতে বলা হচ্ছে, হিন্দু এলাকা এবং কোনো মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না।

ভারতের অনেক রাজ্যেই গরু হত্যা বন্ধের আইন রয়েছে। তবে গরুর মাংস কোথাও বিক্রি করা যাবে কি না, তা নিয়ে এই প্রথমবার আইন হচ্ছে। গত সোমবার আসাম গো-রক্ষা বিল-২০২১ বিধানসভায় উত্থাপন করেছেন হিমন্ত বিশ্বশর্মা। এতে বলা হয়, হিন্দু, শিখ ও জৈনদের আশেপাশের এলাকা এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস কেনাবেচা করা যাবে না।

বিলে আরও উল্লেখ রয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া অন্য রাজ্য থেকে আসামে গরু আনা বা নিয়ে যাওয়া যাবে না।

খবর ডয়েচে ভেলের

আরও পড়ুন

বগুড়ার তিন হাসপাতালে ২০ জনের মৃত্যু

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান

news24bd.tv/এমিজান্নাত