ঈদে ঢাকা থেকে ছাড়বে যেসব ট্রেন

ঈদে ঢাকা থেকে ছাড়বে যেসব ট্রেন

অনলাইন ডেস্ক

লকডাউন শিথিল হওয়ায় আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। এরইমধ্যে অনলাইনে আজ বিকেল ৫টা থেকে শুরু হয়েছে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে ট্রেন যাত্রা।

আজ দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও মহানগর প্রভাতি; ঢাকা থেকে সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস; ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস; ঢাকা থেকে খুলনা চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে।

  

তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে ট্রেন যাত্রা।

আরও পড়ুন:


অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু!

৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী


মন্ত্রী আরও জানান, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার।

 

news24bd.tv নাজিম