মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি রান্না নিয়ে ভিন্ন চমক আনলেন যে নারী

মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি রান্না নিয়ে ভিন্ন চমক আনলেন যে নারী

অনলাইন ডেস্ক

সম্প্রতি সব ধরণের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশে বহুল প্রচলিত এবং জনপ্রিয় কয়েক রকম রান্নার ভিডিও, আর সেই সঙ্গে পরিচিতি পেয়ে যান এসবের রাঁধুনি কিশোয়ার চৌধুরী।

লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালা - মাস্টারশেফ অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারকসহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকের মন জয় করেন এই শেফ।

রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার শীর্ষ তিনে এখন জায়গা করে নিয়েছেন কিশোয়ার চৌধুরী। তবে তিনি মাস্টারশেফ অস্ট্রেলিয়ার খেতাব জিতবেন কি-না, সেটার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ইতোমধ্যেই অনেকের নজর কেড়েছেন তিনি এবং তাদের কাছে কিশোয়ারই সেরা।

অনেকের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে প্রচলিত নানা ধরনের খাবারকে সুন্দরভাবে উপস্থাপন করে ৩৮ বছর বয়সী এই শেফ অন্যসব প্রতিযোগী থেকে নিজেকে আলাদা করেছে।

আরও পড়ুন

মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান

news24bd.tv/এমিজান্নাত