বাংলা একাডেমির জন্য তিনটি কাজ গুরুত্বপূর্ণ

বাংলা একাডেমির জন্য তিনটি কাজ গুরুত্বপূর্ণ

Other

জীবনে আমি বহুবার পদোন্নতি লাভ করেছি। কিন্তু সেটাকে জীবনের খুব বড় ঘটনা বলে মনে হয়নি। এমন ঘটনা সকলের জীবনেই ঘটে। কিন্তু তার জন্য ঘটা করে অভিনন্দনের এতো আড়ম্বর চোখে পড়ে না।

কেবল বাংলা একাডেমির একটি বিশেষ পদ ছাড়া।

কেউ যখন ‌‘বাংলা একাডেমির মহাপরিচালক’ হন তখনই দেখতে পাই, আমাদের কবি-লেখকরা বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে নেন। ফেসবুকে নয়া মহাপরিচালকের বন্দনা ও ছবিসহ অভিনন্দনের ঢল বয়ে যায়।

এটা যে কেবল কবি মুহম্মদ নূরুল হুদার ক্ষেত্রে ঘটেছে তা নয়, ঘটেছে কবি হাবিবুল্লাহ সিরাজীর ক্ষেত্রে, শামসুজ্জামান খানের ক্ষেত্রেও।

বাংলা একাডেমির মহাপরিচালকের সুনজরে পড়ার জন্য আমাদের কবি-লেখকদের এই প্রচেষ্টা চোখে পড়ার মতো।
সেটা এই ধুসর চোখে ধরা পড়ল বলেই এই পোস্ট।


বি. দ্র. - কবি মুহম্মদ নূরুল হুদাকে আমি তখনই অভিনন্দন জানাব, যখন তিনি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন। যদিও আমার মতে বাংলা একাডেমির জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ মাত্র তিনটি।

১. সাহিত্য পুরস্কার দেওয়া বন্ধ করা।
২. বইমেলার দায়িত্ব প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়া।
৩. গবেষণামূলক ও অনুবাদের বই প্রকাশের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করা। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া।

লেখক: সাংবাদিক

 

আরও পড়ুন:


অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা আগস্ট থেকে: সেব্রিনা ফ্লোরা

বাগেরহাটে ৫০০ কর্মহীন পরিবারকে পুনাকের খাদ্য সহায়তা

রূপগঞ্জে সেই কারখানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫


news24bd.tv / তৌহিদ